তোমারি প্রতিক্ষায়
অম্বরে
হেলান দিয়ে হাসিবে তপন দা
সোনালি
রোদ্দুরে বুনো পাখি মেলবে পাখা,
পেঁজো
পেঁজো মেঘ লুটোপুটী খেয়ে বেড়াবে
দক্ষিণা
পবনে নৃত্যে মত্য বৃক্ষপাতা এ,
তুমি
থাকবে সেই দিনটির প্রতিক্ষায়।
নিঝুম
রাতে তারকারাজি সাজাবে বাসর
কাননে
ঝিঁ ঝিঁ পোকাদের বসবে আসর,
ফুলের
সুরভীতে পাশ বেয়ে বইয়ে চলা
ঝর্ণা
ছন্দে ছন্দে হারাবে সাগর মোহনায়
তুমি
রবে সেই রাতের প্রতিক্ষায়।
ছল
ছল বয়ে যাবে স্রোতা নদী ,
মেঘ
লুটায়ে পরবে কাঁদি কাঁদি ,
শরতের
কাশফুল বাতাসে দুলবে
পালতোলা
নাও ভেসে যাবে তেপান্তরের গাঁয়
তুমি
খুঁজবে ঐ নাঁয় ।
তোমারি
আকাশে সসার বেগে আসি যদি কভূ ,
বুকের
সকল মেঘ নয়নে বইয়ে যায় শুধু ,
তবে
এসো তুমি সেই সোনালী দিনে অথবা তাঁরা ভরা রাতে
কোনও
এক পালের নায়
আমি রব তোমারি প্রতিক্ষায়।।
No comments:
Post a Comment