Wednesday, May 30, 2012

timir tondray nil chad


তিমির তন্দ্রায় নীল চাঁদ
সারা রাত নির্ঘুম জেগে ফোঁড়ে ফোঁড়ে বুনো নকশী কাঁথা
একাকীত্বকে চাদরে মেখে, খুঁজো মুক্তির অমোঘ আস্বাদ
নেশাঘোর রাত্রি প্রহরের শেষ অব্দে সাহারা মরু ধারে
তন্দ্রায় ডুবে জ্যোৎস্নার নীল চাঁদ ।।
পালে পালে বুনো মেঘদল
নেশাচ্ছন্ন তোমা রূপালী রূপ মন্থন
হেলে ঢলে কাঁড়ে স্বপ্নিল স্বাদ
কেহবা একরাশ অতৃপ্ত হতাশায়
মুখড়া পাড়ায় রটায় কলঙ্ক অপবাদ।।ঐ
ভাঙ্গা ভাঙ্গা ঢেউ লোটে
ফেনিল ফনা ঠোঁটে
নগ্ন দেহ জড়ায় কাটায় বাকি রাত
বধূ ভেজা তনুদেহ
গঙ্গা স্নানে ভাবো এ পাপ মোচন নিখাদ।।ঐ

No comments:

Post a Comment