Wednesday, May 30, 2012

poth o pothik


পথ ও পথিক
পথ হেঁটে চলে তেপান্তরে পথিক দাড়িয়ে ঠায়
অসীম শূন্যতা ফাঁকি দিয়ে দিবাকর গোধূলিতে মেলায়।(২বার)
জীবন মরণ মলাট মোড়া হিসেবের খেঁড়ো খাতা
অপূর্ণ‌‍তার গেঁড়ো সুতা বাঁধায় অহেতুক তিক্ততা
এক নদী স্রোতা বয়ে দেয় অরুদ্ধ অশ্রুধারা
ধাবিত দিনপঞ্জি স্বপ্নের কাছ ঘেঁষে অগণিত তারামালায়।
পথ হেঁটে চলে তেপান্তরে পথিক দাড়িয়ে ঠায়
সীমানা দেয়াল ডিঙে বাহু ডানা আবীরে মিশতে চায়।।
সুখ দুঃখ দু মূদ্রা পিঠে সাওয়ার অশ্বরাহী
ঝন ঝনা ঝন ঢাল তলোয়ার প্রাণ ত্রাহি ত্রাহি
শশ্মানে লাশের স্তুপ ময়দানে লোলুপতা যুদ্ধ
রক্তস্নানে হয়েছে কে কবে সতী শুদ্ধ তায়
পথ হেঁটে চলে তেপান্তরে পথিক দাড়িয়ে ঠায়
অসীম শূন্যতা ফাঁকি দিয়ে দিবাকর গোধূলিতে মেলায়।।

No comments:

Post a Comment