Wednesday, May 30, 2012

timir tondray nil chad


তিমির তন্দ্রায় নীল চাঁদ
সারা রাত নির্ঘুম জেগে ফোঁড়ে ফোঁড়ে বুনো নকশী কাঁথা
একাকীত্বকে চাদরে মেখে, খুঁজো মুক্তির অমোঘ আস্বাদ
নেশাঘোর রাত্রি প্রহরের শেষ অব্দে সাহারা মরু ধারে
তন্দ্রায় ডুবে জ্যোৎস্নার নীল চাঁদ ।।
পালে পালে বুনো মেঘদল
নেশাচ্ছন্ন তোমা রূপালী রূপ মন্থন
হেলে ঢলে কাঁড়ে স্বপ্নিল স্বাদ
কেহবা একরাশ অতৃপ্ত হতাশায়
মুখড়া পাড়ায় রটায় কলঙ্ক অপবাদ।।ঐ
ভাঙ্গা ভাঙ্গা ঢেউ লোটে
ফেনিল ফনা ঠোঁটে
নগ্ন দেহ জড়ায় কাটায় বাকি রাত
বধূ ভেজা তনুদেহ
গঙ্গা স্নানে ভাবো এ পাপ মোচন নিখাদ।।ঐ

tomari protikhai


তোমারি প্রতিক্ষায়
অম্বরে হেলান দিয়ে হাসিবে তপন দা
সোনালি রোদ্দুরে বুনো পাখি মেলবে পাখা,
পেঁজো পেঁজো মেঘ লুটোপুটী খেয়ে বেড়াবে
দক্ষিণা পবনে নৃত্যে মত্য বৃক্ষপাতা এ,
তুমি থাকবে সেই দিনটির প্রতিক্ষায়।
নিঝুম রাতে তারকারাজি সাজাবে বাসর
কাননে ঝিঁ ঝিঁ পোকাদের বসবে আসর,
ফুলের সুরভীতে পাশ বেয়ে বইয়ে চলা
ঝর্ণা ছন্দে ছন্দে হারাবে সাগর মোহনায়
তুমি রবে সেই রাতের প্রতিক্ষায়।
ছল ছল বয়ে যাবে স্রোতা নদী ,
মেঘ লুটায়ে পরবে কাঁদি কাঁদি ,
শরতের কাশফুল বাতাসে দুলবে
পালতোলা নাও ভেসে যাবে তেপান্তরের গাঁয়
তুমি খুঁজবে ঐ নাঁয় ।
তোমারি আকাশে সসার বেগে আসি যদি কভূ ,
বুকের সকল মেঘ নয়নে বইয়ে যায় শুধু ,
তবে এসো তুমি সেই সোনালী দিনে অথবা তাঁরা ভরা রাতে
কোনও এক পালের নায়
আমি রব  তোমারি প্রতিক্ষায়।।

poth o pothik


পথ ও পথিক
পথ হেঁটে চলে তেপান্তরে পথিক দাড়িয়ে ঠায়
অসীম শূন্যতা ফাঁকি দিয়ে দিবাকর গোধূলিতে মেলায়।(২বার)
জীবন মরণ মলাট মোড়া হিসেবের খেঁড়ো খাতা
অপূর্ণ‌‍তার গেঁড়ো সুতা বাঁধায় অহেতুক তিক্ততা
এক নদী স্রোতা বয়ে দেয় অরুদ্ধ অশ্রুধারা
ধাবিত দিনপঞ্জি স্বপ্নের কাছ ঘেঁষে অগণিত তারামালায়।
পথ হেঁটে চলে তেপান্তরে পথিক দাড়িয়ে ঠায়
সীমানা দেয়াল ডিঙে বাহু ডানা আবীরে মিশতে চায়।।
সুখ দুঃখ দু মূদ্রা পিঠে সাওয়ার অশ্বরাহী
ঝন ঝনা ঝন ঢাল তলোয়ার প্রাণ ত্রাহি ত্রাহি
শশ্মানে লাশের স্তুপ ময়দানে লোলুপতা যুদ্ধ
রক্তস্নানে হয়েছে কে কবে সতী শুদ্ধ তায়
পথ হেঁটে চলে তেপান্তরে পথিক দাড়িয়ে ঠায়
অসীম শূন্যতা ফাঁকি দিয়ে দিবাকর গোধূলিতে মেলায়।।